Posts

Showing posts from August, 2023

অনলাইনের ভুয়া ঘটক চেনার উপায়!

Image
অনলাইনে মাঝে মাঝেই একটা করে ভণ্ডামি ব্যবসার ট্রেন্ড উঠে। বর্তমানে যে কয়টা ভণ্ডামি ব্যবসার ট্রেন্ড চলছে তার মধ্যে একটি হলো অনলাইনভিত্তিক ডিজিটাল ঘটক সেবা। ফেসবুকের বিবাহ বিষয়ক বিভিন্ন গ্রুপে "পাত্র/ পাত্রী চাই" এরূপ পোস্টের কমেন্ট সেকশনে এদের বিজ্ঞাপনের আনাগোনা প্রচুর। অনেক ভুয়া ঘটক আবার ফেসবুক গ্রুপে সুন্দর একটা মেয়ের ফটো পোস্ট করে ক্যাপশন দেয় "পাত্র চাই, আগ্রহী পাত্র বা পাত্রপক্ষের লোকজন যোগাযোগ করুন"। সচেতন না হলে আপনি বুঝতেই পারবেন না যে এই ঘটক আসল নাকি ভুয়া। ভুয়া ঘটক চিনতে হলে প্রথমেই আপনাকে অনলাইনের আসল ঘটকের কর্মপদ্ধতি সম্পর্কে জানতে হবে, তাহলে আপনি আসল ঘটক ও ভুয়া ঘটকের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন। আসল ঘটকের কাজের সিস্টেম হলো সে প্রথমে আপনার কাছে জানতে চাইবে আপনি কী করেন? কেমন পাত্রী চান? এবং কোন জেলা/ বিভাগের পাত্রী চান? এরপর তিনি সেইমাফিক আপনাকে মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে বিভিন্ন পাত্রীর ম্যারেজ প্রোফাইল (বিয়ের বায়োডাটা) ও ফটো দিবেন, তবে তিনি বায়োডাটাতে পাত্রীর ফোন নাম্বার, বাবার নাম এবং গ্রামের নাম এসব তথ্য দিবেন না, শুধু জেলা ও উপজেলার নাম আপনাকে জানাবেন