চাকরির জন্য কীভাবে পারসোনাল ডেটাবুক তৈরি করবেন?

চাকরিপ্রত্যাশীদের জন্য ক্যারিয়ারবিষয়ক অনন্য লেখা!


আমাদের বাঙালিদের অন্যতম একটি সমস্যা হলো আমরা প্রয়োজনীয় কাজে সময় ব্যয় করতে চাই না অথচ ফাও কাজে কিংবা আড্ডা-গল্প, কৌতুক/ সিনেমা-নাটক/ টুর্নামেন্ট দেখার মতো অনপ্রডাকটিভ কাজে ঠিকই সময় ব্যয় করার সময় পাই, যেমন আমরা প্রয়োজনীয় জিনিসের জন্য টাকা ব্যয় করতে চাই না অথচ আওফাও বিষয়ে ঠিকই টাকা ব্যয় করতে পারি। এটাই হলো সমস্যা! আমরা চাকরি করার জন্য মরিয়া হয়ে থাকি কিন্তু চাকরি পাওয়ার জন্য একটি সুন্দর সিভি তৈরি করতে চাই না, এমনকি চাকরির আবেদনও যথাযথভাবে করি না। আমাদের সমস্যাটা যতটা না বুনিয়াদগত তার চেয়ে বেশি মানসিক ও দৃষ্টিভঙ্গিগত। একটা পারসোনাল ডেকাবুক তৈরি করতে গেলেই আমাদের যতো সমস্যা! এতো সময় কই হাতে! অথচ একবার দেড় দুইঘণ্টা সময় দিয়ে এই ডেটাবুক তৈরি করতে পারলে তা আমাদের পরবর্তী চাকরির আবেদনগুলো করার সময় কতটা সময় সেভ করে তা আমরা ভাবি না এবং সেই সুফলটার প্রতি আমাদের দৃষ্টি নেই। আমরা শুধু প্রথমবারের সময়টাকেই বড় করে দেখি।
যাহোক আপনি অ্যাডভান্সড থাকতে চাইলে পারসোনাল ডেটাবুক তৈরি করুন। আর এটাকে অলনাইন ওয়েবপেজে সেভ করে রাখতে হবে। Blogger.com এ ফ্রিতে ওয়েবপেজ খুলে সেভ করে রাখলেই হবে। আর যদি সেটা না পারেন কিংবা না বোঝেন যে কীভাবে করবেন তাহলেও সমস্যা নেই; খাতায় আপনার ডেটাবুকের তথ্যগুলো লিখে তা ই-মেইল করে কিংবা হোয়াটসঅ্যাপ/ মেসেঞ্জার দিয়ে 'ফ্রেসারস জবস বাংলাদেশ' এর হেল্পডেস্কে পাঠালে এবং তাদেরকে ১৫০ টাকা সার্ভিস চার্জ দিলে তারা আপনার অনলাইন ডেটাবুক ও আপডেট সিভি তৈরি করে দেবে। এই লেখার শেষে হেল্পডেস্কে যোগাযোগের পদ্ধতি সংযুক্ত করা আছে।

পারসোনাল ডেটাবুক এর জন্য যেসব তথ্য লিপিবদ্ধ করবেন সেসব নিম্নরূপ—

[] ব্যক্তিগত তথ্যাদি
• পুরো নাম
• পিতার নাম এবং পিতার পেশা, পদবী, কর্মস্থলের ঠিকানা ও ফোন নাম্বার
• মাতার নাম এবং মাতার পেশা, পদবী, কর্মস্থলের ঠিকানা ও ফোন নাম্বার
• জন্ম তারিখ (এসএসসি সার্টিফিকেট মোতাবেক)
• ধর্ম ও জাতীয়তা
• উচ্চতা, ওজন ও রক্তের গ্রুপ
• বৈবাহিক অবস্থা
• জাতীয় পরিচয়পত্র নম্বর (NID)
• পাসপোর্ট নাম্বার (যদি থাকে)
• নিজ জেলা
• বর্তমান ঠিকানা এবং এলাকার পোস্ট কোড
• স্থায়ী ঠিকানা এবং এলাকার পোস্ট কোড
• ফোন নাম্বার
• ই-মেইল অ্যাড্রেস
• ওয়েব অ্যাড্রেস (যদি থাকে)
• ফেসবুক প্রোফাইল URL (যদি জানা থাকে)
• লিংকডইন প্রোফাইল URL (যদি থাকে)

[] একাডেমিক কোয়ালিফিকেশনস
• এসএসসি/ দাখিল এর গ্রুপ, প্রতিষ্ঠান, বোর্ড, পাশের সাল, রোল নং এবং জিপিএ।
• এইচএসসি/ আলিম এর গ্রুপ, প্রতিষ্ঠান, বোর্ড, পাশের সাল, রোল নং এবং জিপিএ।
• গ্রাজুয়েশন এর ডিগ্রীর নাম, বিষয়ের নাম, ডিপার্টমেন্ট ও প্রতিষ্ঠান, পাশের সাল এবং সিজিপিএ।
• পোস্ট-গ্রাজুয়েশন এর ডিগ্রীর নাম, বিষয়ের নাম, ডিপার্টমেন্ট ও প্রতিষ্ঠান, পাশের সাল এবং সিজিপিএ।
+ আরও কোনো পড়াশুনা থাকলে তার তথ্যাদি।

[] স্কিলস
ল্যাঙ্গুয়েজ স্কিল, কম্পিউটার স্কিল, স্পেশাল স্কিল— এসব স্কিল সম্পর্কে বলুন। ল্যাঙ্গুয়েজ স্কিলস এর ক্ষেত্রে কোন কোন ভাষায় দক্ষ এবং সেসব ভাষার রিডিং, রাইটিং এবং স্পিকিং এসবের কোনটিতে কেমন দক্ষ তাও উল্লেখ করুন।
কম্পিউটার স্কিলস এর ক্ষেত্রে আপনি কম্পিউটারের কোন কোন কাজে দক্ষ সেসব প্রোগ্রামের নাম উল্লেখ করুন।
স্পেশাল স্কিলস এর ক্ষেত্রে আপনি কমন সব প্রাতিষ্ঠানিক দক্ষতার বাইরেও কোন কোন বিশেষ কাজে দক্ষ তা উল্লেখ করুন।

[] ট্রেনিং এর তথ্যাদি
বিষয়সমূহ : ট্রেনিং এর নাম, ট্রেনিংয়ে শেখানো বিষয়সমূহ (Covered Topics), ট্রেনিং এর ডিউরেশন (কয়মাস বা কতদিন মেয়াদী ট্রেনিং), ট্রেনিং শুরু এবং শেষ হওয়ার তারিখ, প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠানের নাম এবং প্রশিক্ষণ গ্রহণের স্থান।
* এভাবে একাধিক ট্রেনিং নেওয়া থাকলে প্রতিটির তথ্য লিপিবদ্ধ করুন।

[] জব এক্সপেরিয়েন্স/ এমপ্লয়মেন্ট স্টেটাস
কোনো চাকরির অভিজ্ঞতা থাকলে তা নিম্নোক্ত তথ্যগুলো দিয়ে লিপিবদ্ধ করুন :
প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের ঠিকানা, পদবী, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সেই চাকরিতে ছিলেন (জয়েনিং ডেট এবং লিভিং ডেট)।
* এভাবে একাধিক চাকরি করে থাকলে প্রতিটির তথ্য লিপিবদ্ধ করুন। আর বর্তমানে কোনো চাকরিতে থাকলে জয়েনিং ডেট দিন এবং 'কারেন্ট জব' লিখুন।

[] প্রফেশনাল কোয়ালিফিকেশন
প্রফেশনাল কোয়ালিফিকেশন হলো কোনো প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ কিংবা পেশাদার হিসেবে কাজ করার মাধ্যমে অর্জিত যোগ্যতা যা অন্য কোনো প্রতিষ্ঠানে যোগদানের ক্ষেত্রে পেশাদারি দক্ষতা বিষয়ক সনদ হিসেবে তার অ্যাডভান্সনেস স্টেটাস তুলে ধরে।

[] স্পেশালাইজেশন
স্পেশালাইজেশন অর্থ বিশেষত্বের নির্দেশক। আপনার যদি এমন কোনো বিশেষ দক্ষতা থাকে যা আপনাকে অন্য দশজন সাধারণ চাকরিপ্রার্থী থেকে আলাদা করবে এবং একজন বিশেষ দক্ষতাসম্পন্ন মানুষ হিসেবে চাকরিদাতা প্রতিষ্ঠানের কাছে তুলে ধরবে তাহলে আপনার সেসব বিশেষত্বগুলো ফিচারসহ তুলে ধরুন।
আর এসবের কোনো এভিডেন্স যদি অনলাইনে এভেলেবল থাকে তাহলে যে ওয়েবপেজে সেসব আছে সেই ওয়েবপেজের লিংকও দিন।

[] এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস
আপনার কোনো একস্ট্রা কারিকুলার এক্টিভিটিস তথা সোশ্যাল ওয়ার্কস, সৃজনশীল কাজ থাকলে তা তুলে ধরুন।
এক্ষেত্রেও এসবের কোনো এভিডেন্স যদি অনলাইনে এভেলেবল থাকে তাহলে যে ওয়েবপেজে সেসব আছে সেই ওয়েবপেজের লিংকও দিন।

[] প্রিফারড জব এবং প্রিফারড জব লোকেশন
আপনি কোন ধরণের চাকরি করতে অধিকতর পছন্দ করেন এবং দেশের কোন কোন লোকেশনে চাকরি করতে অধিকতর পছন্দ করেন তা উল্লেখ করুন।

[] রেফারেন্স
দুইজন ব্যক্তির রেফারেন্স দিন। আর যেসব ব্যক্তির রেফারেন্স দিবেন তাদের পুরো নাম, তারা যে প্রতিষ্ঠানে কর্মরত সেই প্রতিষ্ঠানের নাম, তাদের পদবী, অবস্থানরত ঠিকানা, ফোন নাম্বার এবং ই-মেইল অ্যাড্রেস লিপিবদ্ধ করুন।
তাদের সাথে আপনার সম্পর্ক কী অর্থাৎ তিনি আপনার কী হয়/ আপনার সাথে তার পরিচয় কী সূত্রে তা লিখুন।

Note : এই ডেটাবুক English এ লিখতে হবে। কারণ বিডিজবস অ্যাকাউন্ট এবং অন্যান্য প্রায় সকল চাকরির ক্ষেত্রেই প্রোফাইল এবং আবেদন ফরম ইংরেজিতে পূরণ করতে হয়।

ডেটাবুক এর গুরুত্ব—
এই তথ্যগুলো মূলত বিডিজবস অ্যাকাউন্ট কমপ্লিট করতে এবং বিভিন্ন প্রাইভেট ব্যাংকের অ্যাপ্লিকেন্টস প্রোফাইল কমপ্লিট করার জন্য দিতে হয়। তাই আপনার যদি নিজস্ব কম্পিউটার না থাকে এবং কম্পিউটারের দোকানে গিয়ে বিডিজবস অ্যাকাউন্ট কমপ্লিট করা কিংবা প্রাইভেট ব্যাংকে আবেদন করার কাজ করতে হয় তাহলে দেখা যাবে তারা আপনার কাজ নিতে চাইবে না কিংবা তাদের অন্যান্য কাস্টমারের কাজ করার পর ফ্রি সময় পেলে আপনার কাজে হাত দেবে কিংবা টাকা বেশি চাইবে কারণ একটা বিডিজবস অ্যাকাউন্ট কমপ্লিট করতে কিংবা প্রাইভেট ব্যাংকে আবেদনের প্রোফাইল কমপ্লিট করতে যে সময় লাগে সেই সময়ে তারা সরকারি চাকরির আবেদনের কয়েকজন কাস্টমারের কাজ করে দিতে পারে।
এক্ষেত্রে আপনার ডেটাবুক থাকলে তাদেরকে আপনার ডেটাবুক দিয়ে আসবেন এবং আপনি আপনার অন্যান্য প্রডাকটিভ কাজ করবেন, তারা ফ্রি সময়ে আপনার কাজ করে দেবে। আর যদি মনেহয় ডেটাবুক দিয়ে এলেও তারা ফ্রি সময়েও কাজ করে দেবে না শুধুই ঘুরাবে তাহলে 'ফ্রেসারস জবস বাংলাদেশ' এর হেল্পডেস্ক থেকে বিডিজবস অ্যাকাউন্ট কমপ্লিট করা, প্রাইভেট ব্যাংকের অ্যাপ্লিকেন্টস প্রোফাইল কমপ্লিট করা, সিভি কিংবা রেজুমি তৈরি করা— এসব কাজ সময়মতো করে নিতে পারবেন; 'ফ্রেসারস জবস বাংলাদেশ' এর হোমপেজের একদম নিচে "সিভি তৈরি ও আবেদন সেবা" নামে এই সেবা গ্রহণের পদ্ধতি উল্লেখ করা আছে।

Look : একটি অনলাইন ডেটাবুক দেখতে এখানে—ক্লিক—করুন

Freshers' Jobs Bangladesh | একটি জব ইনফরমেশন প্রকল্প
হেল্পলাইন ও হোয়াটসঅ্যাপ : 01746315639
ওয়েবপেজ : freshersjobbd.blogspot.com
ফেসবুক : facebook.com/jobbank.info.bd
ই-মেইল : jobbank.info.bd@gmail.com

ফ্রেসারস জবস বাংলাদেশ— এর ওয়েবপেজ ভিজিট করতে এখানে—ক্লিক—করুন

© লেখা : মেহেদী হাসান ; বই : জব হ্যাকস।

Note : যারা 'জব হ্যাকস' বইটি প্রি-অর্ডার করতে চান তারা বইটির প্রকাশনা প্রতিষ্ঠান টাইম পাবলিকেশন্স এর ফেসবুক পেজে মেসেজ করে রাখুন। বইটি প্রকাশিত হওয়ামাত্র আপনাকে রিপ্লাই দেওয়া হবে।
টাইম পাবলিকেশন্স এর ফেসবুক পেজের লিংক→
http://facebook.com/timepublications


Place for Advertisement |

Comments

Popular posts from this blog

অনলাইনের ভুয়া ঘটক চেনার উপায়!

বিডিজবস এর আবেদনে সময় সেভ করার উপায়!