বিডিজবস এর আবেদনে সময় সেভ করার উপায়!

জব ও ক্যারিয়ার


বিডিজবস এর মাধ্যমে বিভিন্ন প্রাইভেট জব এর আবেদন করলে দেখা যায় প্রতি ২০-২৫ টি চাকরির আবেদন করলে সেসবের মধ্যে ১/ ২ টি চাকরির ইন্টারভিউয়ে ডাক পাওয়া যায়। আর এরূপ ঘটে থাকে বিশেষত বিনা অভিজ্ঞতার চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে। ২ বছর বা তদুর্দ্ধ অভিজ্ঞতাসম্পন্নদের ক্ষেত্রে এই হার সে তুলনায় সুবিধাজনক হয়ে থাকে অর্থাৎ ১০-১৫ টি আবেদন করলেই ১/২ ইন্টারভিউয়ে ডাক পাওয়া যায়। যাহোক এখনকার আলোচনার মূল বিষয় হলো এসব আবেদনের ক্ষেত্রে টাইম সেভ করার কৌশল বিষয়ে। দেখা যায় বিডিজবস এর মাধ্যমে বিভিন্ন প্রাইভেট জবের আবেদন করার সময় সেসব জবের বর্ণনা পড়তে ব্যাপক সময় ব্যয় হয়। প্রতিটি জবের বিজ্ঞপ্তির বিবরণ A4 সাইজের পেজে গড়ে দেড় পৃষ্ঠা হয়। তাই দেখা যায় একটা ইন্টারভিউয়ে ডাক পেতে যে ২০-২৫ টা চাকরিতে আবেদন করতে হয় সেসব চাকরির বিজ্ঞপ্তির বিবরণ পড়ে পড়ে আবেদন করতে গেলে তাতে বহু সময় অহেতুক ব্যয় হয়। কারণ সেসবের মধ্যে থেকে আপনি যে ১/২ টা চাকরির ইন্টারভিউয়ে ডাক পাবেন সেসবই শুধু কাজে লাগবে। আরও একটা সত্য বিষয় হলো এই ২০-২৫ টা চাকরির বিবরণ পড়লেও সেসব মনে রাখা সম্ভব নয়। তাই এক্ষেত্রে এরূপ অহেতুক সময় ব্যয় হতে রক্ষা পাওয়ার উপায় হলো এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি সেই চাকরির জন্য থেকে থাকে অন্যসবকিছু পড়ে সময় ব্যয় না করেই আবেদন করে দেওয়া। তাই যেসব চাকরিতে আবেদনের যোগত্যা আছে সেসব চাকরির হেডলাইন দেখে ভালো লাগলেই আবেদন করে দিন। পরে যে প্রতিষ্ঠানের চাকরির ইন্টারভিউয়ে ডাক পাবেন শুধু সেই প্রতিষ্ঠানের নাম ধরে বিডিজবস অ্যাকাউন্টে আবেদনের লিস্টে গিয়ে সেই চাকরির বিস্তারিত বিবরণটা দেখে নিয়ে ইন্টারভিউ এর প্রস্তুতি নিন। এভাবে বিডিজবস এর মাধ্যমে চাকরির আবেদনে অহেতুক সময় ব্যয় হওয়া হতে রক্ষা পাবেন।

© লেখা : মেহেদী হাসান ; বই : জব হ্যাকস।

আরও পড়ুন—

Note : যারা 'জব হ্যাকস' বইটি প্রি-অর্ডার করতে চান তারা বইটির প্রকাশনা প্রতিষ্ঠান টাইম পাবলিকেশন্স এর ফেসবুক পেজে মেসেজ করে রাখুন। বইটি প্রকাশিত হওয়ামাত্র আপনাকে রিপ্লাই দেওয়া হবে।
টাইম পাবলিকেশন্স এর ফেসবুক পেজের লিংক→
http://facebook.com/timepublications


Place for Advertisement |

Comments

Popular posts from this blog

অনলাইনের ভুয়া ঘটক চেনার উপায়!

চাকরির জন্য কীভাবে পারসোনাল ডেটাবুক তৈরি করবেন?