কোন দেশে সবচেয়ে বেশি সুন্দর মেয়ে আছে?


পাঠক, এখন আমি একটি আকর্ষণীয় তথ্য জানাতে চাই তা হলো— কোন দেশে সবচেয়ে বেশি সুন্দর মেয়ে আছে!
তবে এই প্রশ্নের উত্তর দেওয়ায় আগে আমি এই বিষয়টা ক্লিয়ার করার জন্য একটা ছোট্ট বিষয় ব্যাখ্যা করি। আপনারা কি জানেন পৃথিবীর কোথায় ইন্টারনেটের স্পিড সবচেয়ে বেশি?
হ্যাঁ, অবশ্যই আন্দাজ করতে পেরেছেন— সেটা হলো নাসা (NASA)! নাসাতে প্রতি সেকেন্ডে ইন্টারনেটের স্পিড ৯২ জিবিপিএস; অর্থাৎ নাসার ইন্টারনেটের স্পিড 92 GBPS।
এক্ষেত্রে একটা বিষয় উল্লেখ করতে হয় সেটা হলো, নাসার এই ইন্টারনেট শুধু নাসাতেই ব্যবহৃত হয়। এই ইন্টারনেট শুধু একটি প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ।
আর দেশের সাধারণ জনগণ যে ইন্টারনেট ব্যবহার করে সেদিক থেকে পাবলিক ইন্টারনেটে সুইজারল্যান্ডে ইন্টারনেটের স্পিড সবচেয়ে বেশি। অর্থাৎ সাধারণ জনগণের ব্যবহৃত ইন্টারনেটের স্পিড সবচেয়ে বেশি সুইজারল্যান্ডে।
সুন্দর মেয়ের বিষয়টাও এমনই। বিশ্বে পরিসংখ্যানের দিক থেকে সবচেয়ে বেশি সংখ্যক সুন্দর মেয়ে আছে থাইল্যান্ডে। অর্থাৎ থাইল্যান্ডের মেয়েরা বেশিরভাগই সুন্দর। কিন্তু সর্বোচ্চ কোয়ালিটির সুন্দর মেয়ে আছে মধ্যপ্রাচ্যে; অর্থাৎ পরিমাণে বেশি নয় বরং কোয়ালিটিতে সবচেয়ে অত্যাধিক সুন্দর এরূপ মেয়ে আছে মধ্যপ্রাচ্যে।

তাই দেখা যায় আমরা প্রায়শই বন্ধুদের সাথে এরূপ বিভিন্ন বিষয় নিয়ে তর্ক করে থাকি। কিন্তু আমাদেরকে বুঝতে হবে কেউ একজন একটা জিনিসকে কোয়ালিটির ভিত্তিতে সর্বোচ্চ বললো নাকি কোয়ানটিটির ভিত্তিতে। পরিসংখ্যানগতভাবে একটা জিনিস বেশি থাকা এবং কোয়ালিটিগতভাবে সেই জিনিসটা বেশি থাকা এক জিনিস নয়, তাই এরূপ জিনিসগুলো নিয়ে দুইটি ভিন্ন দৃষ্টিতে অবস্থান নিয়ে পরস্পর তর্ক করাটা অহেতুক।

আরও এরূপ অ্যানালিটিকাল বিষয়বস্তু পেতে আমাদের ব্লগটির অন্যসব লেখাগুলোও পড়ুন এবং আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন। আমাদের ফেসবুক পেজে যেতে এখানে—ক্লিক—করুন

© মেহেদী হাসান | লেখক, উপস্থাপক, প্রশিক্ষক ও উদ্যোক্তা
ওয়েবপেজ : mahadihasaninfo.blogspot.com
ফেসবুক : facebook.com/mahadihasan24

Place for Advertisement |

Comments

Popular posts from this blog

অনলাইনের ভুয়া ঘটক চেনার উপায়!

বিডিজবস এর আবেদনে সময় সেভ করার উপায়!

চাকরির জন্য কীভাবে পারসোনাল ডেটাবুক তৈরি করবেন?